‘শেষ সাক্ষাতে’ মীর কাসেমের পরিবার
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীর সঙ্গে দেখা করতে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেছেন তাঁর পরিবারের সদস্যরা।
আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ছয়টি গাড়িতে করে আনুমানিক ৪৫ জন সদস্য কারাগারের ভেতরে প্রবেশ করেন। তবে কারা কর্তৃপক্ষের একটি সূত্র জানিয়েছে, দেখা করার অনুমতি পেয়েছেন পরিবারের ২৩ সদস্য।
এদের মধ্যে রয়েছেন মীর কাসেমের স্ত্রী আয়েশা খাতুন, দুই মেয়ে তাহেরা তাসমিন, ফাহমিনা আক্তার, দুই ছেলের বৌ শাহেদা ফাহমিদা, সুমাইয়া রাবেয়া, নাতি-নাতনিসহ অন্যরা। এর আগে দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে ঢাকার মিরপুরের বাসা থেকে কাশিমপুরের উদ্দেশে রওনা দেন তাঁরা।
এর আগে মীর কাসেমের পরিবারের সদস্যদের বিকেল সাড়ে ৩টায় কাশিমপুর কারাগারে যেতে বলে কারা কর্তৃপক্ষ।
প্রাণভিক্ষা না চাওয়ায় যেকোনো সময় ফাঁসি কার্যকর হতে পারে মীর কাসেমের। সরকারি নির্দেশনা পাওয়া মাত্রই রায় কার্যকর করবে কারা প্রশাসন।