বয়লার বিস্ফোরণের ঘটনায় চার তদন্ত কমিটি
গাজীপুরের টঙ্গী বিসিক শিল্পনগরীতে প্যাকেজিং কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় পৃথক চারটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় ২৫ জন নিহত হয়, আহত হয় আরো অর্ধশতাধিক।
আজ শনিবার ভোরে ট্যাম্পাকো ফয়েলস কারখানায় দুর্ঘটনার পর বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক), ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, গাজীপুর জেলা প্রশাসন ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পক্ষ থেকে এসব তদন্ত কমিটি গঠন করা হয়।
ট্যাম্পাকো ফয়েল ইন্ডাস্ট্রি লিমিটেডে ভয়াবহ বয়লার বিস্ফোরণের কারণ অনুসন্ধানের জন্য বিসিকের পক্ষ থেকে ঢাকার আঞ্চলিক পরিচালক প্রকৌশলী মো. শফিকুল আলমকে প্রধান এবং টঙ্গী শিল্পনগরীর কর্মকর্তা মো. রফিকুল ইসলামকে সদস্যসচিব করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এ কমিটিতে কারখানার ডিজিএম এ এম বজলুর রশিদকে সদস্য করা হয়েছে। আগুনের কারণ অনুসন্ধান, দায়দায়িত্ব নির্ধারণ এবং সুপারিশসহ কমিটির প্রতিবেদন আগামী সাতদিনের মধ্যে জমা দিতে বলা হয়েছে।
এদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক আনিস মাহমুদ জানান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক (প্রশাসন ও অর্থ) মো. বদিউজ্জামানকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
অপরদিকে গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম জানান, কারখানায় অগ্নিদগ্ধ হয়ে নিহতের ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাহেনুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যের আরেকটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক সৈয়দ আহাম্মদ জানান, উপমহাপরিদর্শক মো. শামছুজ্জামান ভূইয়াকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।