ট্যাম্পাকোয় আরো ৪ লাশ
গাজীপুরের টঙ্গীর ট্যাম্পাকো ফয়েলস লিমিটেড কারখানার ধ্বংসস্তূপ থেকে আরো চারটি লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল ২৯ জনে।
আজ রোববার বিকেলে কারখানার স্তূপের মধ্য থেকে আরো চারটি লাশ উদ্ধার করা হয়েছে বলে এনটিভি অনলাইনকে জানান টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার।
এসব লাশ অ্যাম্বুলেন্সে করে টঙ্গী সরকারি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) এস এম আলম।
তবে আজ উদ্ধার হওয়া চারজনের নাম-পরিচয় জানাতে পারেনি প্রশাসন।
গতকাল শনিবার ভোরে গাজীপুরের টঙ্গীর রেলগেট এলাকায় ফয়েল তৈরির কারখানা ‘ট্যাম্পাকো ফয়েলস লিমিটেড’-এ বয়লার বিস্ফোরিত হয়ে এ পর্যন্ত ২৯ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছে অর্ধশতাধিক মানুষ। আগুনে ভবনটি ধসে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কারখানা ভবনের পাশের আরো দুটি ভবন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তর, টঙ্গী ও জয়দেবপুরের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। আজও তারা কাজ করে।
এ ঘটনার পর থেকে কারখানার বেশ কয়েকজন শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।