আওয়ামী লীগের সম্মেলনে পর্যাপ্ত নিরাপত্তা : স্বরাষ্ট্রমন্ত্রী
আওয়ামী লীগের জাতীয় সম্মেলন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে সেজন্য পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
আজ শুক্রবার সকালে ঢাকার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা কমিটির সভায় মন্ত্রী এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কাউন্সিলে কী কী হবে? কী কী সুবিধা থাকবে সবগুলোর ব্যবস্থা আমরা একের পর এক করছি। যাতে করে এগুলো সুন্দরভাবে হয়, সেই জন্য আমরা এদিকে কঠোর দৃষ্টি রাখব। আমরা মনে করি, এই কাউন্সিলের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ আরো শক্তিশালী হবে।’
সভায় শৃঙ্খলা কমিটির সদস্য সচিব আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘নিরাপত্তার জন্য ১ অক্টোবর থেকে সোহরাওয়ার্দী উদ্যানের সব প্রবেশপথে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। পাশাপাশি দেশি-বিদেশি সাংবাদিক ও প্রতিনিধিদের সুবিধার্থে সম্মেলনস্থলে ওয়াইফাই ও ব্রডব্যান্ডের ব্যবস্থা করা হবে।’