হাতুড়ির আঘাতে নৌযানের নির্মাণকাজ উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
খুলনা শিপইয়ার্ডে নির্মিত তিনটি নতুন নৌযান বা ইনশোর ভেসেল নিয়ে কোস্টগার্ড দেশের সমুদ্রসীমা রক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
আজ রোববার দুপুরে খুলনা শিপইয়ার্ড প্রাঙ্গণে ইনশোর পেট্রোল ভেসেলের কিল লেয়িং অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি হাতুড়ি দিয়ে আঘাত করে (কিল লেয়িং) নৌযান নির্মাণকাজের উদ্বোধন করেন।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, দেশের উপকূলীয় এলাকায় টহল ও তদারকির কাজে কোস্টগার্ডর জন্য পর্যাপ্ত নৌযান নেই। সেই হিসেবে খুলনা শিপইয়ার্ডে নির্মিত তিনটি পেট্রল ভেসেল নির্মাণকাজ শেষ হলে সেগুলো কোস্টগার্ডের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। মন্ত্রী বলেন, যুদ্ধ জাহাজসহ বিভিন্ন ধরনের নৌযান নির্মাণে খুলনা শিপইয়ার্ডে সুনামের সাথে কাজ করে যাচ্ছে । এমনকি বৈদেশিক মুদ্রাও অর্জন করছে। এই শিপইয়ার্ডের সৃষ্টিশীল কাজে যেন কোনো দুষ্টচক্র হস্তক্ষেপ করতে না পারে সেজন্য সংশ্লিষ্টদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।
কিল লেয়িংয়ের পর মন্ত্রী কেক কাটেন এবং শিপইয়ার্ড প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন খুলনা শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক কমডোর কে কামরুল হাসান। এ ছাড়া কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল এ এম এম আওরঙ্গজেব চৌধুরী, সহকারী নৌপ্রধান রিয়ার অ্যাডমিরাল এস এম এ আবেদীন, খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান, ভারপ্রাপ্ত মেয়র আনিসুর রহমান বিশ্বাসসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ কোস্টগার্ডের জন্য খুলনা শিপউয়ার্ড মোট তিনটি ইনশোর পেট্রল ভেসেল নির্মাণ করছে। যার সবোর্চ্চ দৈর্ঘ্য ৫০.৪০ মিটার ও গভীরতা ৪.১০ মিটার। এই নৌযানগুলোকে দুটি ৩০ মিলিমিটার সেমি অটোমেটিক গান, দুটি ১৪.৫ মিমি গান এবং দুটি এসএমজি থাকবে।