টাম্পাকোর উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা
গাজীপুরের টঙ্গীর টাম্পাকো ফয়েল কারখানায় অগ্নিকাণ্ডে ধসে যাওয়া ভবনের উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়েছে।
আজ সোমবার সকালে টঙ্গীতে উদ্ধারকাজে অস্থায়ীভাবে স্থাপিত সেনাক্যাম্পে গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম এ ঘোষণা দেন।
এ সময় সেনাবাহিনীর পক্ষে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মো. শফিউল আজম, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ ও ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আক্তারুজ্জামান লিটন।
গত ১০ সেপ্টেম্বর টাম্পাকো ফয়েল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর দুদিন পর ১২ সেপ্টেম্বর থেকে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধারকাজে অংশ নেয়। ২৮ দিন পর এ অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সেনা কর্মকর্তারা জানান, এই কারখানার ধ্বংসস্তূপে আর কোনো মৃতদেহ নেই এবং মালিকপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে উদ্ধার অভিযান সমাপ্তি ঘোষণা করা হয়েছে।
এ অভিযানে ৩৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অন্তত ৩৬ জন আহত হয়েছেন।
তবে তদন্ত কর্মকর্তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে পারেননি।