সহজ জয়ে সিরিজ শুরু ভারতের
টেস্টের মতো ওয়ানডের পরিণতিও কি একই হবে? তিন ম্যাচের টেস্ট সিরিজে ভারতের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল নিউজিল্যান্ড। ওয়ানডে সিরিজের প্রথমটিতেও কিউইরা পরাস্ত। বিরাট কোহলির চমৎকার ব্যাটিংয়ে ছয় উইকেটে জিতে পাঁচ ম্যাচের সিরিজ দারুণভাবে শুরু করেছে স্বাগতিকরা।
আজ ধর্মশালায় ভারতের সহজ জয়ের ভিত গড়ে দিয়েছেন বোলাররা। মাত্র ১৯০ রানে প্রতিপক্ষকে অলআউট করার পর জয় নিয়ে তেমন দুর্ভাবনায় পড়তে হয়নি ‘টিম ইন্ডিয়া’কে।
১৯১ রানের লক্ষ্যে ভারতের শুরুটাও হয়েছিল দারুণ। রোহিত শর্মা (১৪) ও অজিঙ্কা রাহানে (৩৩) ৪৯ রানের উদ্বোধনী জুটি উপহার দিয়েছেন দলকে। দুই ওপেনার বিদায় নেওয়ার পর ভারতকে বলতে গেলে একাই জয়ের বন্দরে নিয়ে গেছেন কোহলি। শেষ পর্যন্ত তিনি অপরাজিত ছিলেন ৮৫ রানে। ৮১ বলের ইনিংসটা নয়টি চার ও একটি ছক্কায় নির্মিত। টেস্ট অধিনায়ককে ভালো সঙ্গ দিয়ে ওয়ানডে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (২১) ৬০ রানের জুটি গড়েছিলেন চতুর্থ উইকেটে।
আগামী ২০ অক্টোবর দ্বিতীয় ওয়ানডে হবে দিল্লিতে। ২৩, ২৬ ও ২৯ অক্টোবর শেষ তিনটি ম্যাচের ভেন্যু মোহালি, রাঁচি ও বিশাখাপত্তনম।