ব্লগার নাজিমুদ্দিন হত্যায় সন্দেহভাজন গ্রেপ্তার
ব্লগার নাজিমুদ্দিন সামাদের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল রোববার রাতে রাজধানীর সায়েদাবাদ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে রাশেদুন্নবী নামে ওই তরুণকে গ্রেপ্তার করেন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিট ও গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ ইউসুফ আলী এনটিভি অনলাইনকে জানান, গত রাতে সায়েদাবাদ বাসস্ট্যান্ড থেকে রাশেদুন্নবীকে গ্রেপ্তার করা হয়। ডিবি এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের যৌথ অভিযানে তিনি গ্রেপ্তার হন। আজ ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে।
চলতি বছরের ৬ এপ্রিল পুরান ঢাকার সূত্রাপুরে কুপিয়ে হত্যা করা হয় ব্লগার নাজিমুদ্দিন সামাদকে। নিহত সামাদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মাস্টার্সের (এলএলএম) ‘বি’ সেকশনের ছাত্র ছিলেন। তাঁর গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজারে। তিনি সিলেটের গণজাগরণ মঞ্চের সক্রিয় কর্মী ছিলেন।