চট্টগ্রামে একসঙ্গে তিন ক্রিকেটারের টেস্ট অভিষেক
প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের হয়ে ব্যাটে-বলে দারুণ খেলেছিলেন অলরাউন্ডার সাব্বির রহমান। তাই প্রথম টেস্টের একাদশে তাঁর জায়গা করে করে নেওয়াটাও সময়ের ব্যাপার ছিল মাত্র। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে শুধু সাব্বিরই নন, অভিষেক হয়েছে আরো দুই ক্রিকেটারের।
বৃহস্পতিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জাতীয় দলের হয়ে সাদা পোশাকের ক্রিকেটে সাব্বিরের সঙ্গে প্রথম খেলতে নেমেছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ ও পেসার কামরুল ইসলাম রাব্বি।
সাব্বির বেশ কিছুদিন ধরেই ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট খেলছেন। ২৯টি ওয়ানডে ও ২৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার পর টেস্টে অভিষেক হয়েছে তাঁর।
অবশ্য তরুণ অলরাউন্ডার মিরাজের সরাসরি টেস্ট অভিষেক হয়েছে। অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে তিনি বাংলাদেশকে দারুণ কিছু সাফল্য এনে দিয়েছেন। তাঁর অধিনায়কত্বে ঘরের মাঠে যুব বিশ্বকাপে বাংলাদেশ তৃতীয় হয়েছে। সে ধারাবাহিকতায় এবার সরাসরি টেস্ট দলে জায়গা করে নিয়েছেন ১২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা এই ক্রিকেটার।
সরাসরি টেস্ট অভিষেক হয়েছে পেসার রাব্বিরও। ৪৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা এই ক্রিকেটার এর আগে বাংলাদেশ ‘এ’ দল এবং অনূর্ধ্ব-১৯ দলের হয়েও খেলেছেন।
বাংলাদেশ একাদশ : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, শফিউল ইসলাম, তাইজুল ইসলাম ও কামরুল ইসলাম রাব্বি।