স্পিনাররাই পেলেন ইংল্যান্ডের সবকটি উইকেট
দলে দুজন পেস বোলার আছেন। তাঁরা দুজনই আছেন প্রথম একাদশেও। অথচ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে সবকটি সাফল্য বাংলাদেশের স্পিনারদের। তিন স্পিনার মেহেদি হাসান মিরাজ, সাকিব আল হাসান ও তাইজুল মিলে নিয়েছেন অতিথি দলটির ১০ উইকেট।
সফরকারী দলের ইনিংসে প্রথম আঘাত হানেন মিরাজ। দলীয় ১৮ রানের মাথায় বেন ডাকেটকে ফেরান তিনি। সে ধারাবাহিকতায় আরো পাঁচটি উইকেট পান এই তরুণ অফস্পিনার। গ্যারি ব্যালান্স, জো রুট, মইন আলী, জনি বেয়ারস্টো ও স্টুয়ার্ট ব্রডের উইকেট পেয়েছেন তিনি।
নিজের অভিষেক টেস্টেই ছয় উইকেট পান মিরাজ ৮০ রান খরচায়। বল করেছেন ৩৯ দশমিক ৫ ওভার। পঞ্চম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েন তিনি। অবশ্য তাঁদের মধ্যে তিনি সর্বকনিষ্ঠ।
এই টেস্টে মিরাজের পর বল হাতে সবচেয়ে উজ্জ্বল সাকিব আল হাসান। ১৯ ওভারে ৪৬ রান দিয়ে দুই উইকেট পেয়েছেন তিনি। তিনি ফিরিয়েছেন অধিনায়ক অ্যালিস্টার কুক ও বেন স্টোকসকে।
আর তাইজুল আগের দিন খুব একটা সাফল্য না পেলেও দ্বিতীয় দিনে বেশ উজ্জ্বলতা ছড়িয়েছেন। দিনের প্রথম বলেই তিনি ফিরিয়েছেন ক্রিস ওকসকে। তাঁর অন্য উইকেটটি আদিল রশিদের। ২৪ ওভারের ৪৭ রান দিয়ে এ দুটি উইকেট পেয়েছেন তিনি।
অথচ এই ইনিংসে পেসাররা ছিলেন ব্যর্থ। শফিউল ইসলাম ৯ ওভার বল করে ৩৩ রান দিয়ে কোনো উইকেট পাননি। অন্য পেসার কামরুল ইসলাম রাব্বি করেছেন ৮ ওভার বল। তিনি ৪১ রান খরচ করেছিলেন ব্যর্থদের কাতারে।