এই হারেও অন্য রকম ভালোলাগা মুশফিকের
আশা ছিল, কিন্তু জেতা হলো না। চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে জয়ের একেবারে কাছাকাছি এসেও হেরে গেছে বাংলাদেশ। তবে এই হারে হতাশ নন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। এর মধ্যেও এমন কিছু অর্জন রয়েছে, যা তাঁর কাছে অন্য রকম ভালোলাগার।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই ম্যাচে বাংলাদেশ মাত্র ২২ রানে হেরেছে। ইংল্যান্ডের দেওয়া ২৮৬ রানের লক্ষ্যে পৌঁছাতে সোমবার পঞ্চম দিনে স্বাগতিকদের প্রয়োজন ছিল মাত্র ৩৩ রান। কিন্তু শুরুতে মাত্র ১১ রান যোগ করতেই বাকি দুই উইকেট হারিয়ে বসে তারা। সেইসঙ্গে শেষ হয়ে যায় ইংল্যান্ডের বিপক্ষে জয়ের স্বপ্নও।
ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, 'এটা ঠিক, এই ম্যাচে জয়ের আমাদের ভালো একটা সুযোগ ছিল। কিন্তু আমরা পারিনি। তবে এতে আমরা মোটেও হতাশ নই। এর মধ্যেও আমাদের বেশ কিছু অর্জন রয়েছে। বিশেষ করে বল হাতে মিরাজের অসাধারণ সাফল্য, সাব্বিরের চমৎকার ব্যাটিং ও সাকিবের ভালো বোলিং ম্যাচে আমাদের কিছু ভালোলাগার মুহূর্ত এনে দিয়েছে, যা ম্যাচ শেষে আমাদের হতাশা কিছুটা হলেও ভুলিয়ে দিয়েছে।'
অবশ্য এই হারে যে একেবারেই খারাপ লাগেনি, তা কিন্তু নয়। বাংলাদেশ অধিনায়ক বলেন, 'চতুর্থ দিন শেষে ম্যাচ অনেকটাই হেলে গিয়েছিল ইংল্যান্ডের দিকে। তারপরও সুযোগ পেয়েও জয় না পাওয়ায় কিছুটা তো খারাপ লাগছে। তবে ম্যাচের প্রতিটি সেশনেই আমরা ধারাবাহিকভাবে ভালো খেলতে পেরেছি, এটা আমাদের জন্য একটা ভালো দিক। এই আত্মবিশ্বাস ভবিষ্যতে আমাদের জন্য খুবই কাজে আসবে।'
আর বোলারদের প্রশংসা করে মুশফিক বলেন, 'আমাদের বোলাররা এই ম্যাচে দারুণ ক্রিকেট খেলেছে। সত্যিই এটা আমাদের জন্য ভালো দিক। বিশেষ করে দুই ইনিংসে প্রতিপক্ষের ২০ উইকেট নিতে পারাটা আমাদের জন্য বড় সাফল্যই বলতে হবে।'
এই টেস্টে মূলত দাপট দেখিয়েছেন স্পিনাররা। ইংল্যান্ডের দুই ইনিংসে পড়া ২০ উইকেটের মধ্যে ১৮ উইকেটই নিয়েছেন বাংলাদেশি স্পিনাররা। সাকিব ও মিরাজ সাতটি করে উইকেট নেন। তাইজুল নিয়েছেন চারটি। একটি উইকেটে নিয়েছেন পেসার কামরুল ইসলাম রাব্বি, অন্যটি রানআউট।