জাতিকে ঐক্যবদ্ধ করতে নেতাকর্মীদের প্রতি নোমানের আহ্বান
অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তি অর্জনের জন্য জাতিকে ঐক্যবদ্ধ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ভয়েস অব ডেমোক্রেসি আয়োজিত এক আলোচনা সভায় নোমান এই্ আহ্বান জানান।
আবদুল্লাহ আল নোমান বলেন, সব দলের অংশগ্রহণে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন হতে হবে। আর সে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার নির্বাচিত হলেই কেবল দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে এবং দেশের অর্থনীতি গতিশীল হবে। দেশব্যাপী আওয়ামী লীগের নেতাকর্মীদের অভ্যন্তরীণ কোন্দলে প্রতিনিয়ত জনগণ শিকার হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ‘অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে মুক্তি এখনো অর্জিত হয় নাই। তাই আমাদের সেই লক্ষ্য অর্জনে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছা তাকে দেব- এই লক্ষ্যে দেশে নির্বাচন হতে হবে। সেই নির্বাচন সুষ্ঠু ও অবাধ হতে হবে। নির্বাচন কমিশনকে নিরপেক্ষ হতে হবে।’