ধর্মান্ধতা প্রতিহত করার আহ্বান আবদুল গাফফার চৌধুরীর
দেশ থেকে সন্ত্রাস, ধর্মান্ধতা ও মৌলবাদ প্রতিহত করার আহ্বান জানিয়েছেন অমর একুশে গানের রচয়িতা ও ভাষাসৈনিক আবদুল গাফফার চৌধুরী।
আজ মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে বিজয় উৎসবের উদ্বোধনের সময় গাফফার চৌধুরী এ আহ্বান জানান। ‘ঐক্য গড় বাংলাদেশ, সাম্প্রদায়িকতা হবে শেষ’ স্লোগানে রাজধানীর নয়টি স্থানে এ উৎসবের আয়োজন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
গাফফার চৌধুরী বলেন, ‘এখানে যারা মোল্লাতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, যারা এখানে ধর্মের নামে ধর্মের বিকৃতি ঘটায় তাদের আমরা যেদিন উচ্ছেদ করতে পারব, সেদিন হবে আমাদের চূড়ান্ত বিজয় দিবস। সেদিন আমি হয়তো থাকব না, আপনারা থাকবেন। আপনাদের কাছে আমাদের এই উত্তরাধিকার রইল—আপনারা এই বাংলাদেশকে কিছুতেই আফগানিস্তান কিংবা পাকিস্তান হতে দেবেন না।’
১৬ ডিসেম্বর পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে চলবে বিজয় উৎসব। এ ছাড়া রায়ের বাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, রবীন্দ্র সরোবর, বাহাদুর শাহ পার্কসহ নয়টি মঞ্চে উৎসব চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত।
আগামীকাল বুধবার বিকেলে রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণে হবে বুদ্ধিজীবী দিবসের আলোচনা।
কেন্দ্রীয় শহীদ মিনারে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস।