‘আমি জনতার রায় মানতে প্রস্তুত’
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ভোটের ফল যা-ই হোক, তা মেনে নেবেন তিনি।
আজ বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের এ কথা বলেন আইভী।
সকাল সাড়ে ৯টার দিকে শহরের দেওভোগ এলাকায় শিশুবাগ স্কুল কেন্দ্রে গিয়ে ভোট দেন আইভী।
ভোট দেওয়ার পর আইভী সাংবাদিকদের বলেন, ‘আমি সব সময়ই একই কথা বলে এসেছি। আমি জনতার রায় মানতে প্রস্তুত।’
এক প্রশ্নের জবাবে আইভী বলেন, ‘না, আমার তো মনে হয়, আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে এবং তাদের তৎপরতা শুধু ভোট শেষ হয়ে যাওয়ার পরে না, ভোট গণনা থেকে শুরু করে কাল পর্যন্ত যেন অব্যাহত থাকে।’
এর আগে বিএনপির মেয়র পদপ্রার্থী সাখাওয়াত হোসেন খান ভোটকেন্দ্রে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের না থাকার অভিযোগ করেন। তিনি ভোট দেন শহরের ১৩ নম্বর ওয়ার্ডের মাসদাইর আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।
নাসিকে ২৭টি ওয়ার্ডে ১৭৪টি কেন্দ্র ও এক হাজার ৩০৪টি বুথ রয়েছে। মোট চার লাখ ৭৯ হাজার ৩৯২ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৪১ হাজার ৫১৪ এবং নারী ভোটার দুই লাখ ৩৭ হাজার ৮৭৮ জন।