ভোট দিয়েছেন, হয়েছে কি না বোঝেননি
নাতির হাত ধরে কেন্দ্র পর্যন্ত এসেছেন। ভোটও দিয়েছেন। কিন্তু চোখে কম দেখায় পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন কি না, তা নিয়ে সন্দিহান ময়জন বিবি (৯৫)।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) চাষাঢ়া এলাকায় বাড়ি ময়জনের। ভোট দিয়েছেন নিরানব্বই গণবিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।
দুপুর ১টার দিকে ভোট দিয়ে বের হওয়ার পর এনটিভি অনলাইনকে ময়জন বলেন, তিনি চোখে দেখেন না। তাই কেন্দ্রের দায়িত্বরতদের অনুরোধ করেছিলেন, যেন নাতিকে তাঁর ভোটটা দিতে দেওয়া হয়। কিন্তু তাঁকে সেই সুযোগ দেওয়া হয়নি।
ময়জন আরো বলেন, প্রার্থীকে কথা দিয়েছিলেন তিনি। তাই ব্যালট পেপার দেওয়ার পর গোপনকক্ষে গিয়ে ভোট দেন। কিন্তু ভোটটা ঠিকমতো হয়েছে কি না, তা নিয়ে সন্দেহ আছে। এর পরও কেন্দ্রে আসতে পেরে খুশি তিনি।
ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার চিন্ময় সেনগুপ্ত বলেন, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, একজনের ভোট অন্যজনের দেওয়ার সুযোগ নেই। একই সঙ্গে কাউকে বলে দেওয়ারও সুযোগ নেই। এ কারণে বৃদ্ধার নাতিকে সুযোগ দেওয়া যায়নি।
সকাল ৮টায় নাসিক নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। এক মেয়র পদসহ ২৭টি সাধারণ ও নয়টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোট অনুষ্ঠিত হচ্ছে।
মেয়র পদে সাতজন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৮ জন ও সাধারণ সদস্যপদে ১৫৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নাসিকে ২৭টি ওয়ার্ডে ১৭৪টি কেন্দ্র ও এক হাজার ৩০৪টি বুথ রয়েছে। মোট চার লাখ ৭৯ হাজার ৩৯২ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৪১ হাজার ৫১৪ এবং নারী ভোটার দুই লাখ ৩৭ হাজার ৮৭৮ জন।