মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ
মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করাটাই আগামী দিনে দেশের শিক্ষা খাতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
আজ শুক্রবার সকালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে ডিপ্লোমা প্রকৌশলী সমিতির আলোচনা সভায় মন্ত্রী এ কথা বলেন।
নাহিদ বলেন, ‘বর্তমান সরকার বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করার প্রয়াস চালাচ্ছে। এ জন্য শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করা জরুরি। এ ছাড়া দারিদ্র্য ও দুর্নীতির অবসান ঘটিয়ে কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য শিক্ষার প্রসারের বিকল্প নেই।’
শিক্ষকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মান উন্নত করা, গুণগত মান উন্নত করা। তা না হলে পরে শিক্ষার সঠিক ফল আমরা পাব না। তাই আমরা চাই, আমাদের ছেলেমেয়েদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে। তার জন্য সবাই মিলে কাজ করতে হবে। কিন্তু প্রধান দায়িত্ব শিক্ষকদের এবং তাঁদের আমরা গড়ে তোলার চেষ্টা করতেছি।’