প্রভাবমুক্ত রায় হলে দৃষ্টান্তমূলক শাস্তি হবে : আইনজীবী
নারায়ণগঞ্জের সাত খুন মামলায় প্রভাবমুক্ত রায় দেওয়া হলে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে বলে মন্তব্য করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি বলেন, এর মাধ্যমে নিহতদের পরিবারগুলো ন্যায়বিচার পাবে।
আজ সোমবার আদালতের কার্যক্রম শুরুর আগে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন এই আইনজীবী।
সাখাওয়াত হোসেন বলেন, এই মামলা পরিচালনাকালে আইনজীবী, গণমাধ্যমকর্মীসহ সবাইকে বেশ প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে।
এ মামলায় নজিরবিহীনভাবে ২১ আসামি দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বলে উল্লেখ করেন বাদীপক্ষের আইনজীবী। তিনি বলেন, এ ছাড়া ১০৬ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। সাক্ষী এবং স্বীকারোক্তির মাধ্যমে কবে, কখন, কীভাবে এই গুম, হত্যা এবং লাশ ডুবিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে, তার সবকিছুই আদালতে উপস্থাপিত হয়েছে।
ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম হত্যার বিষয়ে সাখাওয়াত হোসেন বলেন, আসামি নূর হোসেন সিদ্ধিরগঞ্জ এলাকায় নদী দখল, মাদক ব্যবসাসহ তাঁর অপরাধকর্মের জন্য নজরুলকে প্রতিদ্বন্দ্বী মনে করতেন। নূর হোসেন মনে করতেন, নজরুলকে সরাতে পারলেই সবকিছু তাঁর নিয়ন্ত্রণে আসবে। এ জন্যই তিনি র্যাবকে ভাড়া করে খুনের পরিকল্পনা করেন। নজরুল এই বিষয়টি আঁচ করতে পেরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, র্যাবের তৎকালীন মহাপরিচালকের কাছে নিরাপত্তাও চেয়েছিলেন। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী বা সরকার তাঁকে সেই নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, যার পরিণতিতে তাঁকে খুন হতে হয়।
তবে সব আসামির বিরুদ্ধে যথাযথ সাক্ষ্য-প্রমাণ হাজির করা হয়েছে উল্লেখ করে প্রভাবমুক্ত রায় হলে এঁরা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেনের আদালতে আজ এই আলোচিত মামলার রায় ঘোষণা করা হবে।