‘আরাফাত সানির খ্যাতিতে ঈর্ষান্বিত হয়ে মামলা’
জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানির আইনজীবী এম এ জুয়েল রিমান্ড শুনানিতে বলেন, ‘আরাফাত সানির খ্যাতিতে ঈর্ষান্বিত হয়ে কোনো ধরনের প্রমাণ ছাড়া মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।’
আজ রোববার ঢাকার মহানগর হাকিম প্রণব কুমার হুইয়ের আদালতে আইনজীবী এম এ জুয়েল এ কথা বলেন।
আইনজীবী এম এ জুয়েল বলেন, ‘আদালতের কাছে বিনীত অনুরোধ করছি, আজকের যে আসামি(আরাফাত সানি) কাঠগড়ায় আছে ,আগামী ২৮ তারিখ তাঁর জাতীয় লিগের খেলা আছে। তিনি একাধিক খেলায়, হোম সিরিজে ও বিদেশে খ্যাতি সম্পন্ন ব্যক্তি। তাঁর বিরুদ্ধে যে ধরনের অভিযোগ আনা হয়েছে সে ধরনের কোনো অপরাধ তিনি করেননি, তাই তাঁকে রিমান্ডে নেওয়ার কোনো যৌক্তিকতা নেই।’
আইনজীবী আরো বলেন, ‘যে ধারায় অভিযোগ আনা হয়েছে, তাতে সুসস্পষ্ট কোনো অভিযোগ উল্লেখ করা হয়নি। এখানে যে আমরা ফরোয়াডিং দেখতে পাচ্ছি , সেখানে বলা অছে নাসরিন সুলতানা নামের একটি আইডি থেকে ছবি পোস্ট করা হয়েছে। এখানে আজকের আমার আসামির নাম নাসরিন সুলতানা না। আসামির নিজস্ব ফেসবুক আইডিও না এবং আসামির সংশ্লিষ্টতা কোথায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি।’
শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ডের আদেশ দেন।
এর আগে আজই আরাফাত সানিকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তী সময়ে বিকেল ৩টায় ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়।