সানির সঙ্গে আমার আগেও ব্রেকআপ হয়েছিল, দাবি তরুণীর
জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানির কথিত স্ত্রী বলেছেন, ‘সানির সঙ্গে আমার এর আগে কয়েকবার ব্রেকআপ (সম্পর্কে ভাঙন) হয়েছে।’
আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম জাকির হোসেন টিপুর আদালতে মামলার বাদী ওই তরুণী এ দাবি করেন। সে সময় বিচারক উপস্থিত ছিলেন না।
এনটিভি অনলাইনের কাছে তরুণী দাবি করেন, ‘আরাফাত সানির সঙ্গে আমার মিরপুরে একটি রেস্টুরেন্টে বিয়ে হয়। সঙ্গে আমার বান্ধবী ও তাঁর (সানি) বন্ধুরা ছিল। বিয়ে শেষে সানির কাছে কাবিননামা চাইলে সে জানায়, তিন মাসের মতো সময় লাগবে।’ তিনি বলেন, ‘২০১৬ সালে যখন সানি আমাকে বিদেশে নিয়ে যেতে চায়, তখন আমাকে কাবিননামা এনে দেয়। তবে সেটি আসল বলেই সে জানায়।’
তরুণী আরো বলেন, ‘আরাফাত সানির মা আমাকে নিয়ে টিভিতে যা বলেছে, তা কষ্টকর। সেখানে বলেছে, সানির আরো আগে বিয়ে হয়েছে। কিন্তু তেমন হলে সানি যখন ২০১৪ সালে পাসপোর্ট বানায়, তখন কেন সে অবিবাহিত লিখেছিল। তার আগের বউ লেখেনি। এতে বোঝা যায়, তার বিয়ে হয়নি।’
মিরপুরে হলে তেজগাঁওয়ে কেন কাবিননামা, জানতে চাইলে তরুণী বলেন, ‘আমি এটা জানি না।’
সানিকে আজ আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত রোববার ঢাকার আমিনবাজার এলাকা থেকে সানিকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর একদিনের রিমান্ডে নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।