সীমান্তে হত্যা অনেক কমেছে : স্বরাষ্ট্রমন্ত্রী
সীমান্তে হত্যা আগের তুলনায় অনেক কমেছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, প্রতিবেশী দেশের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখে সীমান্ত ব্যবস্থাপনা করতে হবে।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে বিজিবির কমান্ডিং অফিসারদের কনফারেন্সে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, বিজিবির যথেষ্ট সক্ষমতা আছে, এটা আরো বাড়ানোর কাজ চলছে।
কনফারেন্সে কমান্ডিং অফিসাররা সীমান্ত ব্যবস্থাপনায় নিজেদের কাজের সীমাবদ্ধতাসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। এ সময় সীমান্তে রাস্তা নির্মাণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন কমান্ডিং অফিসাররা। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার থেকে এ পর্যন্ত ঠিক কতজন রোহিঙ্গা দেশে প্রবেশ করেছে তার সঠিক হিসাব এখনো করা হয়নি।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘আমরা যে বসে আছি তা নয়। আমরাও আমাদের বিজিবি সক্ষমতা বৃদ্ধি করছি। তাদের যা প্রয়োজন সেগুলো আমরা প্রভাইড করার চেষ্টা করছি। বিজিবিকে আমরা শক্তিশালী করছি। আমরা আলোচনার মাধ্যমে সব কিছু করতে চাই। পাশাপাশি আমরাও তৈরি রয়েছি কোনো ধরনের ইনসিডেন্ট যদি ঘটে আমরা প্রতিহত করতে পারি।’