হলিউডের ‘খাবারের অংশ’ হবেন না কঙ্গনা
সোজাসাপ্টা কথা বলার জন্য সুনাম কি দুর্নাম, সবটাই রয়েছে কঙ্গনা রানাউতের। হৃতিক রোশনের সঙ্গে গোলযোগের সময়ই কেবল নয়, তারও আগে থেকে ফিল্মি দুনিয়া নিয়ে বেপরোয়া কথা বলেছেন তিনি। মিড ডের সঙ্গে সাম্প্রতিক আলাপে স্পষ্টতই বলে দিয়েছেন, নিজেকে হলিউডের ‘পণ্য’ হিসেবে মেলে ধরার বিন্দুমাত্র আগ্রহ নেই তাঁর।
এমন প্রশ্ন কী নিয়ে, সেই প্রসঙ্গ খানিকটা টেনে না আনলেই নয়। তাঁর সমসাময়িক প্রতিদ্বন্দ্বী হিসেবে দীপিকা পাড়ুকোন এবং প্রিয়াঙ্কা চোপড়ার নাম উঠে আসে স্বাভাবিকভাবেই। এই দুজন এখন হলিউডে নিজেদের ক্যারিয়ার গোছাচ্ছেন। তাহলে তিনি কি হলিউডে কাজ করতে চান?
এ প্রসঙ্গে কঙ্গনার ব্যাখ্যা হচ্ছে, হলিউডে কাজ করার জন্য মোটেই মুখিয়ে নেই তিনি। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে ফেলা এই অভিনেত্রীর কথা হলো, নিজের কাজকে নিজের ইন্ডাস্ট্রির জন্য গুরুত্বপূর্ণ করে তোলাটাই তাঁর লক্ষ্য। অন্য কোনো ইন্ডাস্ট্রির চাহিদা পূরণ করাকে মোটেও কোনো গুরুত্বপূর্ণ কাজ বলে মনে করেন না তিনি।
বলিউড ছেড়ে পশ্চিমা ছবির জগতে কাজ প্রসঙ্গে কঙ্গনা বলেন, ‘এখন ওই দিকে কাজ করতে একবারে যাওয়ার চেষ্টা করা যে কারো জন্যই নির্বুদ্ধিতার বলে আমি মনে করি। ডিজিটাল মিডিয়ার সম্প্রসারণের জন্য ওদের প্রেক্ষাগৃহের ব্যবসা এখন পড়তির দিকে। অন্যদিকে এশিয়া হচ্ছে এখন তেমনই দারুণ একটা জায়গায় যেমনটা কিনা হলিউড ১৫ বছর আগে ছিল! এখানে এখন বিনোদনের বাজার আর সময়, দুটোই তুঙ্গে।’
এই বিষয়ে নিজের অবস্থান কঙ্গনা আরো স্পষ্টভাবে জানান এভাবে, ‘বিদেশি সিনেমায় কাজের ক্ষেত্রে একেবারে নেতিবাচক নই আমি। তবে সেই ক্ষেত্রে এমন কোনো ছবি হতে হবে যা আমাদের দেশে অর্থ আর কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। অন্য কোনো ইন্ডাস্ট্রির বিশাল একটা খাবারের থালায় আমি নিজেকে খাবারের অংশ হিসেবে মেলে ধরতে চাই না।’
২০০৬ সালে ‘গ্যাংস্টার’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় কঙ্গনার। অনন্য অভিনয় প্রতিভার জন্য তিনি যথেষ্টই প্রশংসিত, সেই সঙ্গে সময়ে সময়ে প্রমাণ করেছেন—বক্স অফিস একাই দখল করে নিতে পারেন তিনি অভিনয়ের ক্ষমতায়। বিশাল ভরদ্বাজের পরিচালনায় কিছুদিন পর মুক্তি পাবে তাঁর নতুন ছবি ‘রেঙ্গুন’। এই ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন সাইফ আলী খান ও শহীদ কাপুর।