চট্টগ্রাম প্রেসক্লাবে পিঠা উৎসব
বর্ণিল আর আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম প্রেসক্লাবের বার্ষিক পিঠা উৎসব। আজ শুক্রবার সকালে ক্লাব প্রাঙ্গণে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি কলিম সারওয়ার। সম্পাদক শুকলাল দাশ, আলী আব্বাস, শহীদুল আলম।
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠাপুলি অনেক ক্ষেত্রে হারিয়ে যাচ্ছে উল্লেখ করে উদ্বোধনী অনুষ্ঠানের বক্তারা এ ধরনের আয়োজনের গুরুত্ব আরোপ করেন।
নানা স্বাদ আর নকশার পিঠা সমাহারেও একেকজন প্রতিযোগী সর্বনিম্ন তিন থেকে ২০ পদের বেশি পিঠা উপস্থাপন করেছেন। প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীরা সবাই ক্লাব সদস্যদের পরিবার।