করনীতি আরো গণমুখী করা হবে : নজিবুর
ভবিষ্যতে করনীতি আরো গণমুখী ও জনবান্ধব করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল রাজস্ব বোর্ড গঠন করা হবে। কর বিভাগ, ভ্যাট ও কাস্টমস বিভাগ সম্পূর্ণ অনলাইন করা হচ্ছে। ২০৪১ সালের মধ্যে একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলা হবে।
এনবিআর সারা দেশে ছড়িয়ে পড়ছে উল্লেখ করে সংস্থার চেয়ারম্যান আরো বলেন, ‘শুধু সৎ কর্মকর্তা হলেই চলবে না, দুর্নীতি ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে; যাতে ব্যবসায়ীরা হয়রানির শিকার না হন। কেউ ব্যবসায়ীকে হয়রানি করলে এনবিআর শক্ত অবস্থান নেবে। আমরা জনগণকে হয়রানিমুক্ত একটি পরিবেশ উপহার দেব।’
আজ শনিবার দুপুরে জনগণকে কর প্রদানে উৎসাহিত করার লক্ষ্যে নরসিংদীতে ভ্যাট, ট্যাক্স ও কাস্টমসের যৌথ উদ্যোগে রাজস্ব সংলাপ অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান এসব কথা বলেন। শিল্পশহর মাধবদীর এসপি ইনস্টিটিউট স্কুল মাঠে এ সংলাপ হয়। এতে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম। অনুষ্ঠানে নরসিংদীর নতুন ৩০ করদাতার মধ্যে সনদ বিতরণ করা হয়।
সংলাপে বিভিন্ন ব্যবসায়ী, ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, গণ্যমান্য বক্তিরা প্রশ্ন করেন। তাৎক্ষণিকভাবে উত্তর দেন এনবিআর চেয়ারম্যান। তিনি প্রশ্নকারীদের প্রশংসা করে জানান, এখানকার মানুষের কর বিষয়ে সচেতনতা ও অনুভূতির প্রকাশ তাঁকে অনুপ্রাণিত করেছে।
অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম বীরপ্রতীক বলেন, এ ধরনের সংলাপ নতুন করদাতা এবং কর পরিশোধে আগ্রহ সৃষ্টি করবে। যদি প্রত্যেক জেলা ও উপজেলায় এ ধরনের রাজস্ব সংলাপ অনুষ্ঠিত হয়, তাহলে করদাতার সংখ্যা সহজে বৃদ্ধি পাবে। দেশকে আরো উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে।
সংলাপে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা অঞ্চল ১০-এর সহকারী কর কমিশনার অপূর্ব কান্তি দাস, ভ্যাট কমিশনার ড. এ কে এম নূরুজ্জামান, জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান, জেলা পুলিশ সুপার আমেনা বেগম, দেশের শ্রেষ্ঠ করদাতা থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা, জেলার শ্রেষ্ঠ করদাতা জজ ভূইয়া গ্রুপের চেয়ারম্যান ফাইজুর রহমান ভূইঁয়া জুয়েল, নরসিংদী সদর উপজেলার চেয়ারম্যান মঞ্জুর এলাহী, মাধবদীর পৌর মেয়র মোশারফ হোসেন মানিক, নরসিংদী শিল্প ও বণিক সমিতির সভাপতি আবদুল্লাল আল মামুন, বাংলাদেশ লুঙ্গি উৎপাদনকারী সমিতির সভাপতি আলহাজ মো. হেলাল মিয়া সিআইপি, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সদস্য প্রবীর কুমার সাহা ও মমিন মিয়া, তিথি গ্রুপের চেয়ারম্যান চন্দন কুমার সাহা, শিল্পপতি সুবোধ রঞ্জন দাস, মাধবদী বণিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ আনোয়ার হোসেনসহ এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।