লেভেল প্লেয়িং ফিল্ড আছে, নির্বাচনে আসেন
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘বিএনপি নির্বাচনে অংশ না নিলে যে নির্বাচন হবে না এ কথা পাগলও মানবে না। আমরা দুই হাত তুলে বলব, আপনারা নির্বাচনে আসেন, লেভেল প্লেয়িং ফিল্ড আছে। আমরা সবাই মিলে নির্বাচনে অংশ নেই।’
মন্ত্রী আরো বলেন, ‘গত নির্বাচনেও আমরা তাঁদের বলেছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ পাঁচটি মন্ত্রণালয় নেন, নিয়ে সরকারে আসেন। তাঁরা নির্বাচনে অংশ নেন নাই।’
আজ শনিবার দুপুরে এলজিআরডির বাস্তবায়নাধীন দেশের সর্ববৃহৎ প্রকল্প কুড়িগ্রামের দ্বিতীয় ধরলা সেতুর নির্মাণকাজ পরিদর্শন করতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
বিএনপির নির্বাচনকালীন সরকারের দাবির বিষয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘তাদের কথায় আমরা সংবিধান পাল্টাতে পারি না। সংবিধান পাল্টানো সম্ভব না। তারা যদি নির্বাচনে আসত সবাই মিলে ভোট দিয়ে সংবিধান সংশোধন হতো। তারা শুধু দাবি করলেই সংবিধান পরিবর্তন সম্ভব না।’
এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী, রংপুর বিভাগীয় অতিরিক্ত প্রকৌশলী আজিজুর রহমান, রংপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বজলুর রহমান, দ্বিতীয় ধরলা সেতুর প্রকল্প পরিচালক মো. আল্লা-হাফিজ, কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান মো. জাফর আলী, লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান, কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী রুহুল আমিন, ফুলবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবেন্দ্র নাথ ওরাঁও, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিকসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরে মন্ত্রী কুড়িগ্রামের ফুলবাড়ীর বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার উন্নয়নকাজ পরিদর্শন ও দাসিয়ারছড়াবাসীর সঙ্গে মতবিনিময় করেন।