বিয়ে করলে গোপন করব না : কঙ্গনা
কদিন পরই মুক্তি পেতে যাচ্ছে কঙ্গনা রানাউতের নতুন ছবি ‘রেঙ্গুন’। বিশাল ভরদ্বাজ পরিচালিত এই ছবিতে কঙ্গনা অভিনয় করেছেন সাইফ আলি খান ও শহিদ কাপুরের সঙ্গে। ছবি মুক্তির আগে থেকেই নানা বিস্ফোরক মন্তব্য করে আলোচনার তুঙ্গে থাকছেন কঙ্গনা। এই তো কিছুদিন আগেই তিনি জানালেন, সাবেক প্রেমিকরা নাকি তাঁর জীবনে আবারও ফিরতে চাইছেন। তাঁদের তিনি সাফ সাফ জানিয়ে দিয়েছেন, বর্তমানে তিনি ছবির দিকে মনোযোগ দিতে চান। আর সাবেক প্রেমিকদের নয়, বিয়ে করবেন অন্য কাউকে। টাইমস অব ইন্ডিয়ার খবরে দেখা গেল, বিয়ে নিয়ে আবারও মন্তব্য করেছেন কঙ্গনা। এবার তিনি বলেছেন, বিয়ে করলে গোপন করবেন না।
২৯ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, “আমি এখন শুধু ‘রেঙ্গুন’ ছবির প্রচারে মনোযোগ দিতে চাই। বিয়ের জন্য সময় আছে এবং আমি বিয়েকে পাশ কাটাব না। আর আমি কোনো কিছুই গোপন করব না। যা আমি কখনোই করি না।”
অভিনেতা আদিত্য পাঞ্চলি ও অধ্যয়ন সুমন কঙ্গনার যে সাবেক প্রেমিক ছিলেন, এটা বলিউডপাড়ায় অজানা না। সম্প্রতি ‘তনু ওয়েডস মনু’ ছবির এই নায়িকা নতুন প্রেমের সম্পর্কে রয়েছেন বলে স্বীকার করেছেন এবং এ বছরই তাঁকে বিয়ে করতে চান বলে জানিয়েছেন। তবে কার সঙ্গে সম্পর্কে রয়েছেন, সেটা এখনো গোপনই রেখেছেন।
হিমাচল প্রদেশের ছোট শহর থেকে উঠে আসা কঙ্গনা বলিউডে বেশ ভালো করেই নিজের জায়গা পাকাপোক্ত করে নিয়েছেন। কিন্তু তাঁর ব্যক্তিগত জীবনের ঘটনার কারণে বলিউডপাড়ায় তিনি বিতর্কিত হওয়ার পাশাপাশি বিখ্যাতও হয়েছেন। বিশেষ করে, বলিউড তারকা হৃতিক রোশনের সঙ্গে আইনি চিঠি চালাচালির ব্যাপারটা তাঁকে আলোচনার শীর্ষে নিয়ে আসে।
আগামী ২৪ ফেব্রুয়ারি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কাহিনীনির্ভর ‘রেঙ্গুন’ ছবিটি মুক্তি পাবে। ‘বিশুদ্ধ ভালোবাসার’ এই ছবিতে কঙ্গনা অভিনয় করেছেন জুলিয়া সেরেসের চরিত্রে।