বাড়ি ফিরেছেন খাদিজা
রাজধানীর সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) থেকে তিন মাস চিকিৎসা নেওয়ার পর বাড়ি ফিরেছেন সিলেটের খাদিজা আক্তার নার্গিস। আজ শুক্রবার দুপুর ১টার দিকে বিমানে ঢাকা থেকে সিলেটে আসেন খাদিজা।
বিমানবন্দরে নেমে খাদিজা সাংবাদিকদের বলেন, ‘আমি চাই, বদরুলের বিচার দ্রুত শেষ হোক। তাঁর শাস্তি হোক।’
আগামী ২৬ ফেব্রুয়ারি হত্যাচেষ্টা মামলায় সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির হয়ে সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে খাদিজার। এর আগেও সাক্ষ্য দেওয়ার কথা থাকলেও চিকিৎসকের ছাড়পত্র না পাওয়ায় আদালতে উপস্থিত হতে পারেননি খাদিজা।
চিকিৎসকরা জানিয়েছেন, খাদিজা এখন অনেকটাই সুস্থ। তিনি নিজের কাজ নিজে করতে পারছেন এবং তাঁর স্মৃতিশক্তি ফিরে এসেছে।
গত বছরের ২৮ নভেম্বর রাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে খাদিজাকে সাভারের সিআরপিতে ভর্তি করা হয়। সেখানে প্রায় তিন মাস চিকিৎসা নেন তিনি।
একই বছরের ৩ অক্টোবর সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে কুপিয়ে আহত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শেষ বর্ষের ছাত্র ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসম্পাদক বদরুল আলম। এই ঘটনা প্রকাশের পর ছাত্রলীগ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বদরুলকে বহিষ্কার করে। বর্তমানে বদরুল কারাগারে রয়েছেন।