বিশেষ ট্রাইব্যুনালের আইনি দিক খতিয়ে দেখা হবে : এনবিআর
কর ফাঁকিরোধে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের বিষয়ে আইনগত দিক খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান।
আজ শনিবার রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘ইউসিবি পাবলিক পার্লামেন্ট’ ছায়া সংসদ অনুষ্ঠানে নজিবুর রহমান এ কথা বলেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, ‘আমাদের ট্রাইব্যুনাল আছে। এটা বিচার বিভাগের মতো নিরপেক্ষভাবে কাজ করে। কর ফাঁকিরোধে ট্রাইব্যুনাল গঠনের বিষয়ে আমি আইনজীবীদের সঙ্গে পরামর্শ করব।’
নজিবুর রহমান বলেন, কর ফাঁকিরোধে এরই মধ্যে রাজস্ব বোর্ড অসৎ কর্মকর্তা ও ব্যবসায়ীদের শাস্তির আওতায় নিয়ে এসেছে। এ ছাড়া কর প্রদানে সচেতনতা বাড়াতে আয়কর মেলাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে এনবিআর। কর ব্যবস্থা জনবান্ধব করতে রাজস্ব কর্মকর্তাদের মানসিকতার পরিবর্তন হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, মানুষের মধ্যে যে করভীতি রয়েছে তা দূর করা প্রয়োজন।