বিদেশি সন্ত্রাসীরা এক ইঞ্চি মাটিও ব্যবহার করতে পারবে না
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, দেশের এক ইঞ্চি মাটিও বিদেশি সন্ত্রাসীদের ব্যবহার করতে দেওয়া হবে না।
চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গিবিরোধী অভিযানের বিষয়ে জানতে চাইলে আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, চট্টগ্রামের অভিযান সফল হয়েছে। চার জঙ্গি মারা গেছে।
গতকাল বুধবার বিকেল ৪টা থেকে চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি বাড়ি ঘিরে অভিযান চালায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও সোয়াট। আজ বৃহস্পতিবার সকালে সেই অভিযানে চার জঙ্গি নিহত হয়।
অভিযানের সময় আহত হন পুলিশের দুই সদস্যসহ তিনজন। সেই বাড়ি থেকে উদ্ধার করা হয় অন্তত ২০ জনকে।
সচিবালয়ে আলাপকালে রোহান গুনারত্নে নামের একজন জঙ্গিবাদ বিশেষজ্ঞের একটি মতের বিষয়ে মন্ত্রীর কাছে জানতে চান এক সাংবাদিক। ওই সাংবাদিক বাংলাদেশে আইএস আছে বলে রোহানের মন্তব্যের বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশে আইএসের অস্তিত্ব নেই। তবে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে কেউ কেউ বিদেশি কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যুক্ত হতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আরেক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, শতভাগ জঙ্গি নির্মূল করতে না পারলেও তারা পুরোপুরি নিয়ন্ত্রণে। জঙ্গিরা যেখানে তৎপরতা দেখাবে, সেখানেই ধরা পড়বে।