‘সেনাবাহিনীর বড় সফলতা’
প্রতিকূল পরিস্থিতির মধ্যেই কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই সিলেটের ‘আতিয়া মহলে’ থাকা ‘প্রশিক্ষিত জঙ্গিদের নিষ্ক্রিয় বা হত্যা করা বিশাল বড় এক সফলতা’ বলে মনে করছে সেনাবাহিনী।
আজ সোমবার দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ী এলাকায় চলমান জঙ্গিদমন অভিযানের চারদিনের মাথায় সেনাবাহিনীর পক্ষ থেকে করা সংবাদ ব্রিফিংয়ে এ অভিমত তুলে ধরা হয়।
গত বৃহস্পতিবার শেষ রাতের দিকে ‘আতিয়া মহল’ ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার রাতে সেনাবাহিনীর প্যারা-কমান্ডো দল ঘটনাস্থলে পৌঁছালেও শনিবার তারা ‘অপারেশন টোয়াইলাইট’ শুরু করে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, গতকাল রোববার ভবনে থাকা দুই জঙ্গি নিহত হয়েছেন। আজ সোমবার নিহত হন আরও দুইজন। গত শনিবার সেনাবাহিনীর পক্ষে প্রথম ব্রিফিং অনুষ্ঠিত হয়। পরে রোববার এবং আজও ব্রিফিং হয়। অভিযানের তথ্য তুলে ধরেন ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান।
আজ ঘটনাস্থলের বর্ণনা দিয়ে ফখরুল আহসান বলেন, ‘সার্বিক যে অবস্থা দেখলাম, যে একটা রুমে একটা ডেডবডি পড়ে আছে, তার পাশেই ছড়ানো ছিটানো চার-পাঁচটা বিভিন্ন ধরনের এক্সপ্লোসিভ লাগানো আছে। পুরো বিল্ডিংটায় যে পরিমাণ এক্সপ্লোসিভ আছে এগুলো যদি ফাটে বা এক্সপ্লোসন হয়তো বিল্ডিংয়ের অংশবিশেষ ধ্বংস হয়ে যেতে পারে।’
‘পুরো বিল্ডিংটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, সেজন্যই খুব সতর্কতার সঙ্গে এগোতে হচ্ছে’- উল্লেখ করে ব্রিফিংয়ে সেনা কর্মকর্তা বলেন, ‘যে চারজন এখানে ছিল তারা মোটামুটি বেশ ওয়েল ট্রেইনড। এবং তাদের খুঁজে বের করে নিষ্ক্রিয় করা হলো বা হত্যা করা এটা কিন্তু আমাদের জন্য বিশেষ করে সেনাবাহিনীর জন্য বিশাল বড় সফলতা আমি বলতে পারি।’
ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান আরও বলেন, ‘আমাদের অপারেশন এখনো চলমান আছে। এ অপারেশন হয়তো আরো কিছু সময় লাগতে পারে। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ অনুযায়ী আমরা বাকিটুকু এগিয়ে যাব।’