আতিয়া মহলে বোমা নিষ্ক্রিয়করণ দলের অপেক্ষায় পুলিশ
সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা আতিয়া মহলে বোমা নিষ্ক্রিয়করণ দলের অপেক্ষায় রয়েছে পুলিশ।
আজ বুধবার ভবনের ভেতর দুই জঙ্গির লাশ পড়ে থাকতে দেখা যায়। নিরাপদ ঘোষণা না হওয়া পর্যন্ত পড়ে লাশ সরানোসহ অন্য কোনো পদক্ষেপ নিতে পারছেন না পুলিশ।
গতকাল মঙ্গলবার অভিযানের সমাপ্তি ঘোষণা করে সেনাবাহিনী পুলিশের কাছে বাড়িটি বুঝিয়ে দেয়। কিন্তু এখনো পুলিশ বাড়ির ভেতরে প্রবেশ করেনি।
পুলিশ জানায়, আজ ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়করণ দলের সেখানে যাওয়ার কথা রয়েছে। বোমা নিষ্ক্রিয়করণ দল পৌঁছানোর পর তারা সেখানে কাজ শুরু করবে। ওই বাড়ির ভেতরে আরো বিস্ফোরক আছে কি না, তা খতিয়ে দেখা হবে। থাকলে সেগুলো নিষ্ক্রিয় করা হবে। এর পরে তারা নিরাপদ ঘোষণা করলে, পুলিশের ক্রাইম সিন ইউনিটের সদস্যরা বাড়ির ভেতর ঢুকবেন।
আজ দুপুরে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এস এম রোকনউদ্দিন জানান, ঢকা থেকে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এসে কাজ করবে। তারপর অন্যরা কাজ করবে।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বলেন, আতিয়া মহলের ভেতরে এখনো দুই জঙ্গির লাশ রয়েছে। এর আগে সোমবার যে দুজন জঙ্গির লাশ বের করা হয়েছিল, তাদের মধ্যে থাকা এক নারী জঙ্গির পরিবারের সদস্য দাবিদার লোকজন আজ এসেছে পরিচয় শনাক্ত করতে।