প্রয়োজন ছাড়া ৫ দিন গাড়ি বের করবেন না : স্বরাষ্ট্রমন্ত্রী
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সম্মেলন চলাকালে রাজধানীতে প্রয়োজন ছাড়া পাঁচদিন রাস্তায় গাড়ি বের না করতে অনুরোধ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সম্মেলনকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের কোথাও কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলেও জানান তিনি।
আজ শনিবার সকালে সম্মেলন ভেন্যু জাতীয় সংসদ ভবন এলাকা পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘আমরা অনুরোধ করব ঢাকাবাসীকে, ঢাকায় যাঁরা বসবাস করেন এই পাঁচদিন তাঁদের প্রয়োজন ছাড়া তাঁরা রাস্তায় যেন গাড়ি বের না করেন। প্রয়োজন হলেই গাড়িতে তাঁরা যেন চলাফেরা করেন। আর পরীক্ষার সময় তাঁরা সহযোগিতা করেন, আমাদের পরীক্ষার্থীরা যেন সময়মতো পরীক্ষা কেন্দ্রে যেতে পারে সে জন্য আমি সবাইকে সহযোগিতা করার জন্য অনুরোধ রাখছি।’
এ সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক জানান, দেশের বিভিন্ন স্থানে জঙ্গি আস্তানার সন্ধান পাওয়ায় পুলিশকে বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে।
এদিকে সম্মেলন ভেন্যু পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পুরো এলাকাটি ঘুরে দেখেন। সম্মেলনের সময় নিরাপত্তার স্বার্থে নগরীর ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজানোয় নগরবাসীর কিছুটা কষ্ট হবে বলে এ সময় দুঃখ প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
ডিএমপি জানিয়েছে, আজ থেকে ৫ এপ্রিল বাংলাদেশ জাতীয় সংসদ এবং ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিউ) যৌথ উদ্যোগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আইপিউর ১৩৬তম সম্মেলন অনুষ্ঠিত হবে। ১৭১টি দেশের স্পিকার, ডেপুটি স্পিকার এবং সংসদ সদস্যসহ প্রায় ১৫ শতাধিক প্রতিনিধি অংশ নেবেন। এ ছাড়া জাতিসংঘ, আইপিউর সহযোগী সংস্থা এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা ওই সম্মেলনে অংশগ্রহণ করবেন। যাদের বেশির ভাগই ৩১ মার্চ ঢাকায় এসে পৌঁছান। তাদের সুষ্ঠু অভ্যর্থনা ও সাবলীল যাতায়াতের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।