মুস্তাফিজকে বসিয়েই রেখেছে হায়দরাবাদ!
এ নিয়ে টানা তিন ম্যাচ একাদশের বাইরে। কলকাতা নাইট রাইডার্স, কিংস ইলেভেন পাঞ্জাবের পর এবার দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে ম্যাচেও সানরাইজার্স হায়দরাবাদ বসিয়ে রেখেছে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে প্রথম ম্যাচে চরম ব্যর্থতায় কাটার-মাস্টারকে একাদশে রাখার আস্থা পাচ্ছে না হায়দরাবাদ। সে ম্যাচে ২.৪ ওভার বল করে ৩৪ রান দেন তিনি। তা ছাড়া প্রথম ওভারে খরচ করেছিলেন ১৯ রান।
অথচ এই মুস্তাফিজ গত আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের শিরোপা জয়ে রেখেছিলেন মূল্যবান অবদান। ১৬ ম্যাচ খেলে ১৭ উইকেট নিয়েছিলেন তিনি। সেবারের আইপিএলের সেরা উদীয়মানের পুরস্কারটাও পেয়েছিলেন তিনি।
শুধু মুস্তাফিজই নন, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে বসিয়ে রাখছে কলকাতা নাইটরাডার্স। সাকিব এবার এখন পর্যন্ত একটি ম্যাচও খেলার সুযোগ পাননি।