ত্রিদেশীয় সিরিজে নাসির, চ্যাম্পিয়নস ট্রফিতে নেই
বেশ কিছুদিন ধরেই জাতীয় দলের বাইরে ছিলেন অলরাউন্ডার নাসির হোসেন। ঘরোয়া ক্রিকেটে ভালো করেও নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা সফরের দলে সুযোগ পাননি তিনি। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে দারুণ একটি সেঞ্চুরি করে শেষ পর্যন্ত নির্বাচকদের দৃষ্টি কেড়েছেন। সুযোগ পেয়েছেন আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ দলে। তবে চ্যাম্পিয়নস ট্রফির দলে রাখা হয়নি তাঁকে।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়নস ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের জন্য ১৮ সদস্য ও চ্যাম্পিয়ন ট্রফির জন্য ১৫ সদস্যের ঘোষণা করে বিসিবি।
এই দলে নতুন মুখ হিসেবে আছেন তরুণ বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম। দলে ফেরানো হয়েছে পেসার শফিউল ইসলামকে।
ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ দল : তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, নাসির হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, শুভাশীষ রায়, সানজামুল ইসলাম, শফিউল ইসলাম।
চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ দল : তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, সানজামুল ইসলাম, শফিউল ইসলাম।
চ্যাম্পিয়ন্স ট্রফির স্ট্যান্ড বাই : নাসির হোসেন, নুরুল হাসান সোহান, শুভাশীষ রায়, মোহাম্মদ সাইফউদ্দিন।