টিউবলাইট
সহজ-সরল সালমান খান
বি-টাউনে খান সাহেবদের চলচ্চিত্র মানে একটু আলাদা কিছু। মুক্তির আগেই যা এক বাড়তি উন্মাদনা সৃষ্টি করে ভক্তদের মধ্যে। তাই বরাবরের মতো মুক্তির আগেই ছবির ফার্স্ট লুক দিয়ে মঞ্চ গরম করছেন সালমান খান। বুধবার প্রকাশিত হয় সিনেমাটির প্রথম অফিশিয়াল পোস্টার।
ডিএনএ ইন্ডিয়ার এক খবরে জানা যায়, বলিপাড়ায় এরই মধ্যে গুঞ্জন ছড়িয়েছে, সালমানের এ যাবৎ প্রকাশিত সবচেয়ে আকর্ষণীয় পোস্টার এটি। সচরাচর যে রূপে সালমানকে দেখা যায় না, পোস্টারটিতে সেই সহজ-সরলরূপেই দেখা গেছে দাবাং তারকাকে। জানা গেছে, পোস্টারে সহজ ও সরল চেহারা হলেও ছবির প্রতিটি ফ্রেমে সালমানের সাহসী চরিত্রকে ফুটে উঠতে দেখা যাবে। ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে এর আগেও সফল হয়েছেন সালমান। ‘টিউবলাইটে’র মাধ্যমে সাফল্যের মুকুটে হয়তো আরেকটি পালক যুক্ত হতে যাচ্ছে।
এই রকম সহজ-সরলরূপে সালমানকে সর্বশেষ দেখা গিয়েছিল কবির খান পরিচালিত চলচ্চিত্র ‘বজরঙ্গি ভাইজানে’। আর ‘টিউবলাইট’ সিনেমায় সালমান অভিনয় করছেন এমন একজন ব্যক্তির চরিত্রে, যার চারপাশের কোনো কিছু বুঝতে একটু সময় লাগে এবং যিনি তার হারানো ভাইয়ের খোঁজ করতে বের হয়েছেন। ১৯৬২ সালে ইন্দো-চায়না যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে এই চলচ্চিত্র।
সিনেমাটির টিজার মুক্তি পাবে আর কয়েক দিনের মধ্যেই। আর এই টিজারটি নাকি জুড়ে দেওয়া হবে সামনেই মুক্তি পেতে যাওয়া আরেক সম্ভাব্য হিট ছবি ‘বাহুবলি ২’-এর হিন্দি সংস্করণের সঙ্গে। ছবিটি পরিচালনা করেছেন কবির খান। সালমান খান ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন সোহেল খান ও চীনা অভিনেত্রী ঝু ঝু। আর চলচ্চিত্রটি প্রযোজনা করছেন স্বয়ং সালমান। এ বছরের ২৩ জুন ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।