আইনি সেবাকে মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার আহ্বান মন্ত্রীর
আইনি সেবাকে গণমানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
আজ শুক্রবার বিকেলে ফরিদপুর শহরের কবি জসিমউদ্দীন হলে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মন্ত্রী এ আহ্বান জানান।
খন্দকার মোশাররফ বলেন, ‘অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে সকলকে আইনি সহায়তা প্রদানের মাধ্যমে সমাজে স্থিতিশীলতা বজায় রাখুন।’ তিনি জানান, সরকার যখন ক্ষমতায় আসে তখন মাথাপিছু আয় ছিল ৪৩৫ ডলার। বর্তমানে তা কয়েকগুণ বেড়ে এক হাজার ৪৬৬ ডলারে দাঁড়িয়েছে। তিনি আরো বলেন, ‘২০২১ সালের আগেই দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। আমরা ভিক্ষা নেব না, ভিক্ষা দেব।’
সভায় ফরিদপুর জেলা দায়রা জজ কে এম শামসুল আলমের সভাপতিত্বে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ নাজমুল আলম, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা বক্তব্য দেন।