চ্যাম্পিয়নস ট্রফিকে স্মরণীয় করে রাখতে চান সাকিব
আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও ইংল্যান্ডে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার জন্য ইতিমধ্যে সাসেক্সে কন্ডিশনিং ক্যাম্প করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দলে থাকার কারণে জাতীয় দলের সঙ্গে নেই সাকিব আল হাসান। আইপিএলে কলকাতার মূল একাদশে অবশ্য থাকতে পারছেন না বিশ্ব সেরা এই অলরাউন্ডার। সে কারণে অনুশীলন করেই সন্তুষ্ট থাকতে হচ্ছে সাকিবকে। কাল-পরশুর মধ্যেই ভারত থেকে ফিরে আসার কথা সাকিবের। এরপর উড়াল দেবেন ইংল্যান্ডের পথে। এবারের চ্যাস্পিয়নস ট্রফিটাকে স্মরণীয় করে রাখতে চান সাকিব। এই ক্রিকেটার জানালেন, এই আসরে বাংলাদেশ সবাইকে চমকে দেওয়ার মতো পারফর্ম করবে। সম্প্রতি কলকাতায় বহুজাতিক একটি প্রতিষ্ঠানের হয়ে প্রচারণামূলক কাজ করেছেন সাকিব আল হাসান। সেখানেই এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিন ফরম্যাটেই বিশ্বের সেরা এই অলরাউন্ডার বলেন, ‘আমরা বেশ কঠিন গ্রুপে পড়েছি। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো দেশের বিপক্ষে খেলাটা অনেক কঠিন। তবে ভালো করার বিষয়ে দারুণ আশাবাদী আমরা। এবারের এই বিশ্ব আসরে সবাইকে চমকে দেওয়ার মতো পারফর্ম করতে চাই।’
বাংলাদেশ জাতীয় দল প্রসঙ্গে সাকিব আল হাসান আরো বলেন, ‘আমাদের দলে ভালো ব্যাটসম্যান, পেসার ও স্পিনার রয়েছে। আমার মনে হয়, বাংলাদেশের ইতিহাসে এটাই সেরা দল।’
তবে টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের আরো উন্নতির প্রয়োজন রয়েছে বলে মনে করেন সাকিব। তিনি বলেন, ‘ভালো পথেই রয়েছে আমাদের ক্রিকেট। গত দুই বছরের পারফরম্যান্স কিন্তু সে কথাই বলছে। এখন টি-টোয়েন্টিতে ভালো করতে হবে আমাদের। ওয়ানডে ও টেস্টে আমি অধিনায়ক থাকার সময় নিয়মিত ম্যাচ জিততে পারতাম না আমরা। ধীরে ধীরে সেই অবস্থা থেকে বের হয়েছি আমরা। এখন বড় দলগুলোকে হারাচ্ছি আমরা। এখন টি-টোয়েন্টি ক্রিকেটে সেই জায়গায় পৌঁছাতে হবে আমাদের।’