চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো করার প্রত্যাশা মুস্তাফিজের
অভিষেকের পর থেকে এত খারাপ সময় বোধ হয় মুস্তাফিজের আর যায়নি। আইপিএলে হায়দরাবাদের স্কোয়াডে থাকলেও ডাগআউটে বসেই সতীর্থদের খেলা দেখতে হয়েছে তাঁকে। একজন ক্রিকেটারের জন্য এর চেয়ে খারাপ আর কিছুই হতে পারে না। আইপিএল শেষ না করেই দেশে ফিরে এসেছেন পেস সেনসেশন মুস্তাফিজ। শুক্রবার আয়ারল্যান্ড সিরিজ ও চ্যাম্পিয়নস ট্রফির জন্য কন্ডিশনিং ক্যাম্পে থাকা জাতীয় দলের সঙ্গে সাসেক্সে যোগ দেবেন এ পেসার। ঢাকা ত্যাগ করার আগে আজ দুপুরে মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মুস্তাফিজ। আইপিএলে কিছু করতে না পারলেও চ্যাম্পিয়নস ট্রফিতে নিজের সর্বোচ্চটুকু দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন কাটার-মাস্টার।
আইপিএলে দলে সুযোগ না পাওয়া প্রসঙ্গে মুস্তাফিজ বলেন, ‘আমাদের দলে বিদেশি ক্রিকেটাররা সবাই অনেক ভালো। তবে খেলার সুযোগ পাবে মাত্র চারজন। তাই সুযোগটা এবার আসেনি।’ তবে এ নিয়ে আর কোনো কথা বলেননি তিনি।
আইপিএল আপাতত অতীত। মুস্তাফিজের চোখ এখন আয়ারল্যান্ড সিরিজ ও চ্যাম্পিয়নস ট্রফিতে। দলে সুযোগ পেলে নিজেকে নিংড়ে দিতে চান মুস্তাফিজ। তিনি বলেন, ‘আইপিএলে না খেললেও অনুশীলন চালিয়ে গেছি। তবে ইংল্যান্ডের উইকেট তো ভিন্ন রকম। সুযোগ পেলে সেখানে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’
আইপিএলে দলের হয়ে একটি মাত্র ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন মুস্তাফিজ। সোই ম্যাচে মোটেও ভালো করতে পারেননি বাংলাদেশের সেরা এই বোলিং অস্ত্র। এ কারণে বোধ হয় আত্মবিশ্বাসে কিছুটা চিড় ধরেছে মুস্তাফিজের। কারণ, তাঁকে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচগুলোতে মূল দলে রাখা হবে কি না, সে বিষয়ে কিছুটা সংশয়ে রয়েছেন কাটার-মাস্টার। মুস্তাফিজ বলেন, ‘আমাকে খেলানো হবে কি-না, আমি তো নিশ্চিত নই। খেলার সুযোগ পেলে তো ভালো হয়।’ আত্মবিশ্বাস কমলেও নিজের প্রতি বিশ্বাস হারাননি মুস্তাফিজ। তিনি বলেন, ‘নিজের প্রতি সব সময় আমার বিশ্বাস আছে। কারণ, আমি সব সময় শিখতে চাই।’
আয়ারল্যান্ড সিরিজ ও চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের ভালো কিছুর সম্ভাবনা দেখছেন মুস্তাফিজ। তিনি বলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফির ইংল্যান্ডের কন্ডিশনে মানিয়ে নেওয়ার জন্য বেশ কয়েক দিন সময় পাচ্ছি আমরা। তা ছাড়া আয়ারল্যান্ডেও একটি সিরিজ আছে। তাই বেশ খানিকটা সময় হাতে রয়েছে। এরই মধ্যে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারব। আশা করি, টুর্নামেন্টে ভালো করব আমরা।’
গতকাল বুধবার দ্বিতীয়বার আইপিএল অভিযান শেষে ঢাকায় ফিরেছেন মুস্তাফিজ। ১১ এপ্রিল আইপিএলে খেলতে যাওয়ার জন্য ঢাকা ত্যাগ করেন কাটার-মাস্টার। গত আসরে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদকে জিতিয়েছিলেন মুস্তাফিজ। সেই সঙ্গে আসরের সেরা উদীয়মান ক্রিকেটারের স্বীকৃতিও পকেটে পুরেন তিনি।