গণতান্ত্রিক পরিবেশ তৈরি না হলে নির্বাচন সুষ্ঠু হবে না : এরশাদ
গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে না পারলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
আজ মঙ্গলবার জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তর শাখার আয়োজনে অনুষ্ঠিত দলের পরিচিতি সভায় এরশাদ এই মন্তব্য করেন।
এরশাদ আরো বলেন, ‘কত সিস্টেম, কোনোটাই গ্রহণযোগ্য হচ্ছে না। কারো কাছেই গ্রহণযোগ্য হচ্ছে না। সবচেয়ে দুঃখের বিষয়, আমরা যারা সার্কভুক্ত দেশ, সার্কের আটটি দেশ, তাদের যে প্রতিকূলতা রয়েছে…, কিন্তু নির্বাচনের ক্ষেত্রে একটি গণতান্ত্রিক সংস্কৃতি তারা তৈরি করতে সক্ষম হয়েছে। আমরা পারি নাই। কেন পারব না আমরা? পারতে হবে। এই গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি না হলে সুষ্ঠু নির্বাচন কখনো হতে পারে না।’
সব দলের অংশগ্রহণে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে এ সময় আশা প্রকাশ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। সংগঠন শক্তিশালী করতে দলের নেতাকর্মীদের জোরালো ভূমিকা রাখার আহ্বান তিনি।
এরশাদ বলেন, জাতীয় পার্টির প্রতি আকৃষ্ট হয়ে বেশ কিছু রাজনৈতিক দল জোটে অংশগ্রহণের জন্য আগ্রহ প্রকাশ করেছে।