কারাগারের ২০ শতাংশ কয়েদিই মাদক ব্যবসায়ী : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বররাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘দেশের কারাগারের ২০ শতাংশ কয়েদিই হচ্ছে মাদক ব্যবসায়ী। আমরা শক্ত হাতে সেই জায়গাটি নিয়ন্ত্রণ করছি।’
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা পুলিশ লাইনে আয়োজিত জঙ্গিবাদ ও মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির ভাষণে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী মাদককে দেশকে একটি বড় সমস্যা হিসেবে উল্লেখ করে বলেন, সমাজের সবাইকে নিয়ে এর বিরুদ্ধে অবস্থান নিতে হবে। সন্তানের প্রতি দৃষ্টি দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিবার থেকে প্রথম মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। এই দেশে ধর্মের নামে জঙ্গিবাদকে কোনোভাবেই উত্থান হতে দেওয়া হবে না। জঙ্গিদের দ্বারা সৃষ্ট প্রতিটি হত্যাসহ সন্ত্রাসী ঘটনার বিচার করে শাস্তি নিশ্চিত করব।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী খাদ্য ঘাটতির বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন। এ ছাড়া বিদ্যুৎ ঘাটতির দেশে বিদ্যুতের চাহিদা পূরণ করতে সক্ষম হচ্ছেন। নির্বাচন আসন্ন, দলের সবাইকে সরকারের উন্নয়নকে তুলে ধরতে হবে।
এ সময় সমাবেশে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম, পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) শফিকুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দিন, জেলা প্রশাসক মো. নাজমুছ সাদাত সেলিম, মানিকগঞ্জ পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম, পাবলিক প্রসিকিউটর আবদুস সালাম।
সভায় সভাপতিত্ব করেন মানিকগঞ্জের পুলিশ সুপার মাহফুজুর রহমান।
এর আগে বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা-আরিচা সড়ক সংলগ্ন মানিকগঞ্জের বানিয়াজুড়ি তদন্ত কেন্দ্র এবং মানিকগঞ্জ শহরের পুলিশ ফাঁড়ির নবনির্মিত ভবন উদ্বোধন করেন।