আবার নড়বড়ে নব্বইয়ের শিকার তামিম
তাঁর আরেকটি সেঞ্চুরি উদযাপনের প্রস্তুতি নিচ্ছিল সবাই। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা ধরেই নিয়েছিল, তামিম ইকবাল দশম সেঞ্চুরি করতে যাচ্ছেন। না, পারলেন না এই বাঁহাতি ওপেনার। মাত্র ৫ রান দূরে থেকে আবার নড়বড়ে নব্বইয়ের শিকার হয়েছেন তিনি। মিচেল স্টার্কের গতির কাছে হার মেনে সেঞ্চুরিটা পূর্ণ না করেই মাঠ ছাড়তে হয়েছে তাঁকে।
অবশ্য এবারই প্রথম নয়, এর আগে তিনবার নড়বড়ে নব্বইয়ের শিকার হয়েছেন তামিম। মজার ব্যাপার প্রতিবারই ৯৫ রানে! টেস্টেও একবার, তাও আবার ৯৫ রানে। যেন এই ৯৫ রান তাঁর প্রিয় হয়ে গেছে।
ওয়ানডেতে এর আগে ২০১০ সালে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে তামিম ফিরেছিলেন ৯৫ রান করে। এরপর ২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে, তাও ৯৫ রানে। আর এদিন তৃতীয়বার এসে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ৯৫ রানেই আউট হলেন।
অবশ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে তামিমের ৯৫ রানের চমৎকার ইনিংস একটু আলাদা করে দৃষ্টি কেড়েছে সবার। দলের চরম ব্যাটিং বিপর্যয়ে তিনি একাই একটা পাশ আগলে রেখেছেন। যেখানে অন্য ব্যাটসম্যানরা আসা-যাওয়ায় ব্যস্ত ছিলেন, আর এই অভিজ্ঞ ওপেনার একেবারেই ব্যতিক্রম ছিলেন।
একেবারেই কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত সেঞ্চুরিটা হয়তো পূর্ণ করতে পারেননি, তাবে তাঁর এই ইনিংস সেঞ্চুরির চেয়ে কোনো অংশে কম ছিল না। দলের সবাই মিলে যেখানে গড়েছে ১৮২ রান আর তামিম একাই করেন ৯৫ রান। শুরু থেকে শেষ পর্যন্ত অসাধারণ দৃঢ়তা দেখিয়েছেন তিনি।
তবে তাঁর দুর্ভাগ্য ছিল দশম সেঞ্চুরি করতে না পাওয়া। আগের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১২৮ রানের দারুণ একটি ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি। এদিন ভালো একটি ইনিংস খেলেও দলকে বড় সংগ্রহ গড়ে দিতে পারেননি। দুদিন দুই রকম আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাঁকে।