স্কুলছাত্রীকে হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগ, শিক্ষক আটক
সাভারের দশম শ্রেণির এক ছাত্রীকে রাজধানীর মহাখালীর একটি হোটেলে নিয়ে ধর্ষণ করা হয়েছে। এই অভিযোগে এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ।
ওই শিক্ষকের দাবি, স্কুলছাত্রী তাঁর সঙ্গে প্রেম করতে চেয়েছে। সে স্বেচ্ছায় তাঁর সঙ্গে হোটেলে গিয়েছে।
আটক শিক্ষকের নাম জসিম উদ্দিন (৩৮)। তিনি সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের জীববিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক। তাঁর স্ত্রী ও দুই সন্তান রয়েছে। তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে সাভার মডেল থানায় মামলা করেছেন স্কুলছাত্রীর বাবা।
মামলার এজাহার থেকে জানা যায়, দশম শ্রেণিতে অধ্যয়নরত ওই ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে গত ৯ জুন বিকেলে মহাখালীর একটি আবাসিক হোটেলে নিয়ে যান আসামি জসিম। সেখানে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার পাশবিক নির্যাতন চালান তিনি। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা সাভার মডেল থানায় মামলা করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানা পুলিশ শনিবার রাতে ওই হোটেল থেকে ছাত্রীকে উদ্ধার করে এবং জসিমকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে জানতে চাইলে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) শামছুল হক সুমন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিক্ষক জসিম উদ্দিন স্কুলছাত্রীকে হোটেলে নিয়ে শারীরিক সম্পর্ক গড়ার কথা স্বীকার করেছেন। জসিম দাবি করেছেন, মেয়েটি তাঁর সঙ্গে প্রেম করতে চেয়েছিল।
সাভার মডেল থানাহাজতে থাকার সময় শিক্ষক জসিম উদ্দিন সাংবাদিকদের কাছে দাবি করেন, তাঁর স্ত্রী-সন্তান রয়েছে। ওই ছাত্রী তাঁর সঙ্গে প্রেম করতে চেয়েছিল। ওই ছাত্রীর জোড়াজুড়িতে তিনি তাকে হোটেলে নিয়ে গেছেন। তাঁর ইচ্ছেতেই যৌন সম্পর্ক করেছেন, ধর্ষণ করেননি।
ওই শিক্ষকের এমন দাবি অস্বীকার করেছে ওই স্কুলছাত্রী। তার স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। আর শিক্ষক জসিম উদ্দিনকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ঢাকা মেডিকেলে পাঠানোর আগে ওই স্কুলছাত্রী সাংবাদিকদের জানায়, সে শিক্ষকের সঙ্গে কোনো ধরনের প্রেম করতে চায়নি। ওই শিক্ষক তাকে অপহরণ করে ঢাকার হোটেলে নিয়ে ধর্ষণ করেছে। সে এর বিচার চায়।