ছাত্রী ধর্ষণের অভিযোগে শিক্ষক কারাগারে
রাজধানীর উপকণ্ঠ সাভার উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষককে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ রোববার ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোস্তাফিজুর রহমান এই আদেশ দেন।
আদালতে সরকারপক্ষের কৌঁসুলি (পিপি) আনোয়ারুল কবির বাবুল এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়ে বলেন,কারাগারে যাওয়া ওই শিক্ষকের নাম জসিম উদ্দিন (৩৮)। তিনি সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের জীববিজ্ঞানের শিক্ষক। তিনি বিবাহিত ও দুই সন্তানের জনক।
পিপি আরো জানান, আজ মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) শামছুল হক সুমন আসামি জসিম উদ্দিনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী আলেয়া খাতুন জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার নথি থেকে জানা যায়, ধর্ষণের শিকার ওই ছাত্রীর বাবার অভিযোগের ভিত্তিতে গতকাল শনিবার রাতে জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার এজাহার থেকে জানা যায়, দশম শ্রেণিতে অধ্যয়নরত ওই ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে মহাখালীর একটি আবাসিক হোটেলে নিয়ে যান আসামি জসিম। সেখানে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার পাশবিক নির্যাতন চালান তিনি। পরে গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানা পুলিশ শনিবার রাতে ওই হোটেল থেকে মেয়েটিকে উদ্ধার করেন। একই সঙ্গে জসিমকেও আটক করা হয়।