উদ্ধারকাজের মাঝেই চাপা পড়েন সেনাসদস্যরা
টানা বর্ষণে রাঙামাটিতে ধসে পড়েছে পাহাড়। ধসে পড়া পাহাড়ের মাটির কারণে বন্ধ হয়ে গেছে রাঙামাটির সঙ্গে চট্টগ্রামের সংযোগ সড়ক। ফলে চট্টগ্রামের সঙ্গে সব ধরনের যান চলাচলও বন্ধ হয়ে যায়।
এমন পরিস্থিতিতে সংযোগ সড়ক পুনরুদ্ধার করতে মাঠে নামে রাঙামাটিতে কর্মরত সেনাবাহিনীর একটি দল। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে মানিকছড়ি এলাকায় সড়ক পুনরুদ্ধারের কাজ করার সময় আবারও পাহাড় ধস হয়। আর এতে মাটিচাপা পড়ে নিহত হন কর্মকর্তাসহ কয়েকজন সেনাসদস্য।
বিভিন্ন সূত্র মেজর পদমর্যাদার এক কর্মকর্তা, একজন ক্যাপ্টেন ও আরো দুজন সেনাসদস্য নিহত হওয়ার তথ্য দিলেও এর প্রকৃত সংখ্যা এখনো নিশ্চিত করেনি আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর।
আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. রাশিদুল হাসান এনটিভি অনলাইনকে বলেন, ‘আজ সকাল ৭/৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বর্ষায় পাহাড় ধসের কারণে বন্ধ হয়ে যাওয়া রাঙামাটি-চট্টগ্রাম সড়ক পুনরুদ্ধারে গিয়েছিল সেনাবাহিনীর একটি দল। সংযোগ সড়ক পুনরুদ্ধার কাজে নিয়োজিত থাকা অবস্থায় মানিকছড়ি এলাকায় সেনা কর্মকর্তাসহ বেশ কয়েকজন সেনাসদস্য নিহত হয়েছেন।’
এ ছাড়া কয়েকজন আহত হয়েছেন এবং এখনো কয়েকজন নিখোঁজ আছেন। সে কারণে হতাহতের সংখ্যা সঠিক বলা যাচ্ছে না বলেও জানান আইএসপিআরের পরিচালক।
অন্যদিকে রাঙামাটির পুলিশ সুপার (এসপি) সাঈদ তরিকুল হাসান জানান, নিহত সেনা কর্মকর্তাদের মধ্যে একজন হলেন মেজর মাহফুজ ও ক্যাপ্টেন তানভীর। নিহত দুই সেনাসদস্যের নাম পাওয়া যায়নি। এ সময় আহত চার সেনাসদস্যকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
উদ্ধার অভিযানে থাকা কর্মীদের বরাত দিয়ে এসপি আরো জানান, প্রবল বর্ষণে পাহাড় ধসে চট্টগ্রাম-রাঙামাটি সড়কটি বন্ধ হয়ে যায়। সেই মাটি সরাতে কাজ করছিলেন সেনাসদস্যরা। তখন ওপর থেকে পাহাড় ধসে সেনাসদস্যদের ওপর পড়ে। এতেই হতাহতের ঘটনা ঘটে।
এদিকে জেলা সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার দুপুরে এনটিভি অনলাইনকে জানান, রাঙামাটি জেনারেল হাসপাতালে পাহাড় ধসে নিহত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন তানভীরের লাশ এসেছে। এ ছাড়া আরো তিন সেনাসদস্য এখানে ভর্তি হয়েছেন।