অনেক কিছু হারিয়ে গেছে আমার : মওদুদ
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চর দখলের মতো রাজধানীর গুলশানের বাড়িটি দখল করেছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, তাঁর বাড়ি থেকে বেশ কিছু মূল্যবান জিনিসপত্র খোয়া গেছে।
আজ বৃহস্পতিবার রাজধানীর সুপ্রিম কোর্ট মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন মওদুদ।
বাড়িতে উচ্ছেদ অভিযানের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘জোর করে, গায়ের জোরে, বেআইনিভাবে, অন্যায়ভাবে একেবারে চর দখলের মতো আমার বাড়িটা তারা (রাজউক) দখল করেছে। বাড়ি দখল বড় নয়, আমার যে সারা জীবনের সংগ্রহ যেভাবে তারা করেছে, অনেক কিছু হারিয়ে গেছে আমার।’
বিএনপির জ্যেষ্ঠ আইনজীবীদের নিয়ে সুপ্রিম কোর্টের ওই সংবাদ সম্মেলনে মওদুদ অভিযোগ করে বলেন, রাজনৈতিক কারণে তাঁকে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়।
সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদিন বলেন, ‘আদালতের কোনো আদেশ ছাড়া কোনো বাড়ির দখলদারকে উচ্ছেদ করা সম্পূর্ণ বেআইনি। এই উচ্ছেদ করার জন্য আদালতের কোনো নির্দেশ তাদের কাছে ছিল না। তার পরও বিনা নোটিশে এবং বিনা অনুমতিতে বাড়িতে জোরপূর্বকভাবে প্রবেশ এবং ব্যারিস্টার মওদুদ আহমদকে উচ্ছেদ করে সংবিধানের প্রদত্ত তাঁর মৌলিক অধিকার লঙ্ঘন করা হয়েছে।’
তিন দশকের বেশি সময় ধরে মওদুদ গুলশানের বাড়িটিতে ছিলেন। তবে সম্প্রতি উচ্চ আদালতের রায়ের পর গত ৭ জুন ওই বাড়ি থেকে তাঁকে উচ্ছেদ করা হয়। উচ্ছেদের পরের দিনই আপিল বিভাগে পর্যালোচনার (রিভিউ) আবেদন করেন মওদুদ। তবে আদালত তাঁর আবেদনটি খারিজ করে দেন।