ঈদের আগে শ্রমিকদের বেতন দেওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
ঈদের আগে পোশাক শ্রমিকদের বেতন ও বোনাস দেওয়ার জন্য কারখানা মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। একই সঙ্গে পর্যায়ক্রমে ঈদের ছুটি দেওয়ার জন্য কারখানা মালিকদের প্রতি অনুরোধ জানান তিনি।
আজ রোববার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।
এ ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে জঙ্গি হামলার আশঙ্কা বা কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। দেশে অজ্ঞান পার্টি আর মলম পার্টির দৌরাত্ম্য নেই।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনী বেশ সক্রিয় রয়েছে। আমাদের কাছে যতটুকু গোয়েন্দা তথ্য রয়েছে, তাতে কোনো ধরনের থ্রেট দেখছি না।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন। ঈদে রাজধানীসহ সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, ঘরমুখো মানুষের নিরাপত্তা, পোশাক শ্রমিকদের বেতন-ভাতাদিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এ বঠকে।
বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, হলি আর্টিজান ও শোলাকিয়া ঈদগাহে যে ধরনের হামলার ঘটনা ঘটেছে এ ধরনের ন্যক্কারজনক আর কোনো ঘটনা যাতে না ঘটে এ বিষয়ে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী বেশ তৎপর রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশন, লঞ্চ ঘাটগুলোসহ মানুষের যাতায়াতের প্রবেশপথগুলো সিসিটিভির আওতায় থাকবে। কেউ অপরাধ করে যাতে পার পেয়ে যেতে না পারে সে ব্যবস্থা রাখা হয়েছে।