ঘরে-বাইরে সর্বত্রই নিরাপত্তা থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী
ঈদে ঘরে-বাইরে সব খানেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ঈদুল ফিতরের জামাতকে ঘিরে কোনো ধরনের হামলার হুমকি নেই বলেও জানান তিনি।
আজ বুধবার বিকেলে রাজধানীর নিউমার্কেট এলাকায় নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘আমাদের ডিএমপি বলেন, আমাদের সমস্ত জেলা পুলিশ বলেন, যেখানেই আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, যেখানেই মানুষ ঘরমুখো হবে, ঘর ছেড়ে চলে যাবে সেগুলো প্রটেকশন দেওয়ার ব্যবস্থা আমরা করেছি।’
ঈদের জামাতে নিরাপত্তা হুমকি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত আমরা কোনো থ্রেটের সন্ধান পাইনি এবং আমরা মনেও করি না কোনো থ্রেট আছে। তারপরও আমরা বসে নেই, আমাদের গোয়েন্দারা কাজ করছে, আমাদের নিরাপত্তা বাহিনী যথেষ্ট সজাগ রয়েছে।’
মন্ত্রী জানান, ঈদের ছুটিতে রাজধানীর বিপণিবিতান ও আবাসিক এলাকায় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করার কারণেই মানুষ নির্বিঘ্নে কেনাকাটা করতে পারছে।