‘মিয়ানমার সহযোগিতা না করায় সুফল মিলছে না’
ইয়াবার পাচার বন্ধ করতে প্রতিবেশী দেশ মিয়ানমারের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ‘মিয়ানমার সহযোগিতা না করায় সুফল মিলছে না।’
আজ শনিবার চট্টগ্রামে র্যাবের উদ্ধার করা মাদক ধ্বংস কার্যক্রম অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। নগরীর পতেঙ্গা র্যাব-৭ কার্যালয়ে এসব মাদক ধ্বংস করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘জঙ্গিদের মূলোৎপাটন করতে পারব সেটা আমরা বিশ্বাস রাখি। আমাদের দেশের মানুষ এ জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় দেয় না। সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দেয় না। এ জঙ্গিদের তারা ধরিয়ে দেয়। মা তার ছেলেটিকে ধরিয়ে দেয়। বাবা তার ছেলেটিকে ধরিয়ে দেয়।’
আসাদুজ্জামান খাঁন কামাল আরো বলেন, ‘যেসব জঙ্গি র্যাবের সঙ্গে বা পুলিশের সঙ্গে সম্মুখযুদ্ধে নিহত হয়েছে, তাদের ডেডবডি নিতেও স্বজনরা আসেনি।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় সীমান্ত সড়ক নির্মাণের কাজ চলছে। বিজিবিকে (বর্ডার গার্ড বাংলাদেশ) শক্তিশালী করার জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করা হচ্ছে।’
পরে ৩৫ লাখ ৭০ হাজার ইয়াবা, ২০০ কেজি গাঁজা, সাত হাজার ১৮১ বোতল ফেনসিডিল, ২০০ বোতল মদ ও বিয়ার ধ্বংস করা হয়। এসব মাদকের মূল্য ১৭৯ কোটি২৭ লাখ ৪৫ হাজার টাকা বলে জানিয়েছে র্যাব।
অনুষ্ঠানে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, স্থানীয় সংসদ সদস্য এম এ লতিফ, র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ ও র্যাব ৭-এর পরিচালক কর্নেল মিফতাহ উদ্দীন বক্তব্য রাখেন।