সিদ্দিকুরকে দেখতে হাসপাতালে শিক্ষামন্ত্রী
সরকারি তিতুমীর কলেজের ছাত্র মো. সিদ্দিকুর রহমানকে দেখতে আজ রোববার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে যান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
সিদ্দিকুরের শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন শিক্ষামন্ত্রী এবং তাঁর খোঁজখবর নেন। এ সময় তিনি সিদ্দিকুরের মা ও ভাইয়ের সঙ্গেও কথা বলেন এবং তাঁদের সান্ত্বনা দেন।
শিক্ষামন্ত্রী তাঁর চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন। এ সময় চিকিৎসকরা জানান, সিদ্দিকুরের চিকিৎসার ব্যাপারে কর্তৃপক্ষ সর্বোচ্চ যত্নবান রয়েছে। আজ দুবার মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসার ব্যাপারে আলোচনা করেছে।
শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
গত বৃহস্পতিবার রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান নেন। এ সময় সাত দফা দাবিতে জাদুঘরের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। তাঁদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে এবং লাঠিপেটা করে পুলিশ। এ সময় পুলিশের ছোড়া গ্যাসের শেল সিদ্দিকুরের দুই চোখে আঘাত লাগে। চিকিৎসকরা আশঙ্কা করেন, পুরোপুরি অন্ধ হয়ে যেতেন পারেন সিদ্দিকুর। পরে বাঁম চোখে আলো ফিরতে পারে বলেও জানানো হয়। সিদ্দিকুর তিতুমীর কলেজের শিক্ষার্থী।
গত ১৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয় রাজধানীর সাতটি কলেজ। এগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।