কোমর ভাঙল মেয়র নাছিরের
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন পা পিছলে কোমরে আঘাত পেয়েছেন। এতে তাঁর কোমরের একটি হাড় ভেঙে গেছে। চিকিৎসকরা তাঁকে কয়েকদিন বাসায় বিশ্রাম নিতে বলেছেন।
আজ শুক্রবার সকাল ৭টার দিকে চট্টগ্রাম মহানগরের আন্দরকিল্লার নিজ বাসায় এই দুর্ঘটনা ঘটে।
মেয়রের ব্যক্তিগত সহকারী রায়হান ইউসুফ এনটিভি অনলাইনকে বলেন, মেয়র আ জ ম নাছির উদ্দীন আজ সকাল ৭টার দিকে নিজের বাসায় পা পিছলে পড়ে যান। এরপর বাসায় চিকিৎসকরা এসে পরীক্ষা-নিরীক্ষা করেন। পরে সকাল ১০টার দিকে তাঁকে নগরের পাঁচলাইশ এলাকার শেভরন ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়। সেখানে মেয়রের এক্সরে, ইসিজি, সিটি স্ক্যানসহ বিভিন্ন পরীক্ষা করা হয়। ওই পরীক্ষাগুলোর প্রতিবেদন নিয়ে মেডিকেল বোর্ড বসায় ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ।
রায়হান ইউসুফ জানান, চিকিৎসকরা জানিয়েছেন, মেয়র নাছিরের কোমরের ছোট একটি হাড় ভেঙে গেছে। এ জন্য বাসায় কিছুদিন বিশ্রাম নিতে হবে। কয়েকদিন পর আবার চিকিৎসকের কাছে নিতে বলেছেন।
মেয়র আ জ ম নাছির উদ্দীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহসভাপতি এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকেরও দায়িত্ব পালন করছেন। সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানিয়েছেন রায়হান ইউসুফ।