দারুস সালামে ‘জঙ্গি আস্তানা’য় নিহত সাতজনের লাশ আঞ্জুমানে
রাজধানীর দারুস সালামে ‘জঙ্গি আস্তানা’য় বিস্ফোরণে নিহত আবদুল্লাহসহ সাতজনের লাশ আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশের উপস্থিতিতে আজ মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গ থেকে লাশগুলো হস্তান্তর করা হয়।
ঢামেকের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ বলেন, ‘লাশগুলো দাফনের জন্য আঞ্জুমানে দিয়ে দেওয়ার জন্য আমাদের কাছে পুলিশের পক্ষ থেকে চিঠি এসেছে। সেই অনুযায়ী লাশগুলো দিয়ে দেওয়া হয়েছে।’
আঞ্জুমান মুফিদুল ইসলামের মুগদা জোনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত সিকদার জানান, লাশ সাতটি বেওয়ারিশ হিসেবে জুরাইন কবরস্থানে দাফন করা হবে।
গত ৫ সেপ্টেম্বর রাতে দারুস সালাম মাজার রোডে ‘জঙ্গি আস্তানা’য় নিহত হন আবদুল্লাহ, তাঁর দুই স্ত্রী নাসরিন ও ফাতেমা, তিন থেকে নয় বছর বয়সী ছেলে ওমর ও ওসামা এবং তাঁর দুই কর্মচারী।